অনলাইনে আয় করার ১০টি বাস্তব ও সহজ উপায়, যা নতুনদের জন্য ঘরে বসেই ইনকামের দারুণ সুযোগ তৈরি করবে

অনলাইনে আয় করার ১০টি বাস্তব ও সহজ উপায় আলোচনা করা হয়েছে, যা নতুনদের জন্য ঘরে বসেই ইনকামের দারুণ সুযোগ তৈরি করবে

অনলাইনে আয় করার ১০টি বাস্তব ও সহজ উপায়

বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই আয়ের সুযোগ অনেক বেড়ে গেছে। বাড়তি আয় করতে চাইলে ফ্রিল্যান্সিং, ব্লগিং, ইউটিউব, অনলাইন টিউশন ইত্যাদি বিভিন্ন পথ অনুসরণ করা যায়। নিচে ১০টি জনপ্রিয় উপায় সহজ ভাষায় তুলে ধরা হলো, যাতে নতুনদের জন্য সহায়ক হবে

. ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং হল এমন একটি কাজের ধরন যেখানে আপনি আপনার দক্ষতা (যেমন প্রোগ্রামিং, ডিজাইন, লেখা ইত্যাদি) ব্যবহার করে অনলাইনে ক্লায়েন্টের জন্য কাজ করেন। এতে অফিসে গিয়ে বসা লাগে না এবং নিজের সময় মতো কাজ করা যায়

  • কেন করবেন? ফ্রিল্যান্সিং দিয়ে কাজের স্বাধীনতা পাওয়া যায় এবং বাড়তি আয় করা যায়। বাংলাদেশের প্রায় ৬৫০,০০০ ফ্রিল্যান্সার আছেন এবং সেক্টরের মূল্য প্রায় $ বিলিয়ন
  • কিভাবে শুরু করবেন? প্রথমে আপনার দক্ষতা অনুযায়ী কিছু নমুনা তৈরি করে জনপ্রিয় সাইট (যেমন Fiverr, Upwork, Freelancer ইত্যাদি)– প্রোফাইল খুলুন। ছোট কাজ নিয়ে অভিজ্ঞতা অর্জন করে ভালো রেটিং নিন, এরপর বড় প্রজেক্ট নিতে পারেন
  • কোথায় কাজ পাবেন? উপরের সাইটগুলো ছাড়াও Toptal, PeoplePerHour ইত্যাদি প্ল্যাটফর্মে কাজ খুঁজে নিতে পারেন। নিজ ব্যবসায়ী বা ক্লায়েন্টের সাথেও সরাসরি যোগাযোগ করা যায়

. কনটেন্ট রাইটিং ব্লগিং

ভাল লেখালেখি করতে পারলে অনলাইনে কনটেন্ট লেখার মাধ্যমে অর্থ আয় করতে পারেন। এতে কোনো পণ্য বিক্রি না করেও কেবল লেখা প্রকাশ করে আয় করা যায়

  • কেন করবেন? লেখা আপনার শক্তি হলে বিভিন্ন কোম্পানি বা ব্লগের জন্য ঘরে বসেই কাজ পেতে পারেন। পাশাপাশি নিজস্ব ব্লগ চালু করে বিজ্ঞাপন অ্যাফিলিয়েট মার্কেটিং করে passive আয়ের সুযোগ থাকে
  • কিভাবে শুরু করবেন? Upwork বা Fiverr- কনটেন্ট রাইটিং ক্যাটাগরিতে প্রোফাইল খুলুন। ছোট ছোট আর্টিকেল, ব্লগ পোস্ট লিখে ক্লায়েন্ট পেতে চেষ্টা করুন। এছাড়া নিজেই একটি ওয়েবসাইট/ব্লগ খুলে নিয়মিত পোস্ট করুন
  • কোথায় করবেন? Upwork, Fiverr, Freelancer ইত্যাদিতে কনটেন্ট রাইটারের কাজ আছে। নিজ ব্লগের জন্য Google AdSense বা অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যবহার করে আয় করতে পারেন

. ইউটিউবিং

ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করলে দর্শক বৃদ্ধির সাথে বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ আয় করা যায়। ইউটিউবে জনপ্রিয় বিষয় (যেমন শিক্ষামূলক টিউটোরিয়াল, ট্রাভেল ভিডিও, খাবারের রেসিপি ইত্যাদি) তুলে ধরতে পারেন

  • কেন করবেন? ভিডিও কনটেন্ট অনেক ডিম্যান্ডে রয়েছে, ভালো ভিডিও হলে দ্রুত ভিউ পেয়ে যায়
  • কিভাবে শুরু করবেন? একটি ইউটিউব চ্যানেল খুলুন। ফোকাসড কনটেন্ট তৈরি করে নিয়মিত আপলোড করুন। ভিডিওর থাম্বনেইল, টাইটেল ট্যাগ ভালো হলে দর্শক আকর্ষণ সহজ
  • কোথায় করবেন? শুধু YouTube; তবে বিজ্ঞাপন আয় পেতে YouTube Partner Program- যোগ দিতে হবে। বাংলাদেশেও ইউটিউব পার্টনার প্রোগ্রাম চালু আছে। এর জন্য ,০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘণ্টার ওয়াচটাইম পূরণ করতে হয়। সেই লক্ষ্যমাত্রা পূরণ করলে আপনার ভিডিওতে বিজ্ঞাপন দিয়ে আয় শুরু করা যাবে। এছাড়া স্পন্সরশিপ বা ফ্যান ডোনেশন থেকেও আয় করা যায়

. অনলাইন সার্ভে (Paid Survey)

অনেকে পেমেন্ট করে অনলাইনে সার্ভে দিতে বলে। সাধারণত কিছু প্রশ্নের উত্তর দিয়ে নগদ অথবা উপহার পাওয়ার সুযোগ থাকে

  • কেন করবেন? কোনো বিশেষ দক্ষতা লাগে না, সহজ কাজ। বাড়তি কিছু টাকা আনা যায়
  • কিভাবে শুরু করবেন? Toluna, Swagbucks, ySense, TGM Panel ইত্যাদি সাইটে সাইন আপ করুন। প্রোফাইল পুরণ করে উপযুক্ত সার্ভে অপেক্ষা করুন। সার্ভে করলে পয়েন্ট বা ক্যাশ পাওয়া যায়
  • কোথায় করবেন? আন্তর্জাতিক বা স্থানীয় সার্ভে সাইটগুলোতে। অভিজ্ঞদের কথায়, দশটির বেশি ওয়েবসাইটে একসঙ্গে কাজ করলে দিনে $100 পর্যন্ত আয় করা সম্ভব (যদিও সব সময় এত পাওয়া যাবে না) অনেক সময় পেমেন্ট দেশভেদে ভিন্ন হতে পারে, তাই বিশ্বাসযোগ্য সাইটগুলো ব্যবহার করুন

. ওয়েবসাইট তৈরি

জানপ্রিয় বিষয় নিয়ে ব্লগ বা ব্যবসার সাইট তৈরি করেও আয় করা যায়। ছোট ব্যবসায়ী থেকে বড় কর্পোরেট, সবাই ওয়েবসাইট চান। আপনারা নিজেও ওয়ার্ডপ্রেস, উইক্স ইত্যাদি দিয়ে সাইট বানিয়ে আয় করতে পারেন

  • কেন করবেন? বর্তমানে প্রায় প্রত্যেকে তাদের পণ্য বা সেবা অনলাইনে রাখতে চায়, তাই ওয়েবসাইটের চাহিদা আছে। নিজের ব্লগ থেকেও বিজ্ঞাপন বা প্রোডাক্ট সেল করে ইনকাম হবে
  • কিভাবে শুরু করবেন? কোনও কোডিং না জানলেও চলেওয়ার্ডপ্রেস, উইক্স, ব্লগার মতো ফ্রি প্ল্যাটফর্ম ব্যবহার করুন। এই টুলগুলোতে পূর্বপ্রস্তুত টেমপ্লেট থাকে, তাই সহজে ডিজাইন করা যায়। নিজের ইউজারনেম নিয়ে সাইন-আপ করুন, থিম বাছাই করে কনটেন্ট দিন
  • কোথায় করবেন? জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো হল WordPress, Wix, Blogger, Google Sites ইত্যাদি। [গুগল অ্যাডসেন্সেও দেওয়া আছে,] ওয়েবসাইট তৈরি করার জন্য অসংখ্য ফ্রি টুল আছে, তাই খুব কম খরচে নিজের সাইট চালু করতে পারবেন

. গুগল অ্যাডসেন্স

যদি আপনার ওয়েবসাইট বা YouTube চ্যানেলে ভিজিটর বেশি থাকে, তাহলে সেগুলোতে গুগল বিজ্ঞাপন (AdSense) বসিয়ে আয় করতে পারেন। ভিউয়ের ভিত্তিতে বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনদাতা টাকা দিবে

  • কেন করবেন? একবার ভালো কনটেন্ট পেতে পারলে পর পর জনপ্রিয়তা বাড়ে, বিজ্ঞাপন থেকেও ক্রমাগত আয় হয়
  • কিভাবে শুরু করবেন? প্রথমে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলুন (মাত্র Gmail লাগবে) এবং আপনার সাইট বা ইউটিউব চ্যানেল ভেরিফাই করুন। মাত্রা অনুযায়ী বিজ্ঞাপন যুক্ত করলে আয় শুরু হবে। অবশ্য গুগল কিছু নিয়মনীতি মেনে চলতে হয়
  • কোথায় করবেন? সরাসরি Google AdSense প্ল্যাটফর্মে সাইন-আপ করতে হবে। গুগলের নির্দেশে, ব্লগে বিজ্ঞাপন যোগ করলে সহজে টাকা পাওয়া যায়। প্রতি ক্লিক বা ভিউ অনুযায়ী গুগল আপনাকে পে করবে

. অ্যাফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে পণ্য/সেবা প্রচার করে কমিশন আয়ের পদ্ধতি। আপনি কোনো কোম্পানির পণ্য লিঙ্ক শেয়ার করবেন, সেই লিঙ্ক থেকে কেউ কিনলে আপনার শতাংশ দেবে

  • কেন করবেন? নিজে কোনো প্রোডাক্ট তৈরি না করেও আয় করা যায়, প্রায়িূ হয়। একবারি প্রচারের পরে ক্রমাগত ইনকাম থাকতে পারে
  • কিভাবে শুরু করবেন? যে ধরনের প্রোডাক্ট ভালো লাগে বা আপনার ব্লগ/চ্যানেলের বিষয়গুলোর সাথে মানানসই, সেই প্রতিস্ঠানের অ্যাফিলিয়েট প্রোগ্রামে নিবন্ধন করুন। আপনার নেটওয়ার্কে (ব্লগ, ইউটিউব, ফেসবুক) লিংক শেয়ার করুন
  • কোথায় করবেন? জনপ্রিয় Amazon Associates, ClickBank, Commission Junction (CJ) ছাড়াও বাংলাদেশে Daraz Affiliate, ShopUp Academy ইত্যাদি আছে। গুগল অ্যাডসেন্সের মতোই অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আয় করা যায়। নিজের শ্রোতা বা পাঠকের সংখ্যা বাড়াতে পারলেই অধিক আয়ের সুযোগ তৈরি হয়

. অনলাইন টিউটরিং

নিজের কোনো বিষয় ভালো ধারণা থাকলে তা শেখিয়ে অনলাইনে ইনকাম করতে পারেন। কোর্স তৈরি করে বা লাইভ ক্লাস নিয়ে আয় করার সুযোগ আছে

  • কেন করবেন? পড়াশোনায় দক্ষতা থাকলে ঘরে বসেই ছাত্রদের পড়িয়ে ভালো অর্থ উপার্জন করা যায়। পড়ুয়াদের চাহিদার উপর নির্ভর করে আয় উল্লেখযোগ্য হতে পারে
  • কিভাবে শুরু করবেন? প্রথমে আপনার শিক্ষাদানের দক্ষতা অনুযায়ী একটি বিষয় বাছুন (যেমন ইংরেজি, গণিত, কোডিং ইত্যাদি) TutorSheba, Udemy, 10 Minute School-এর মতো প্ল্যাটফর্মে নিজের কোর্স/টিউটোরিয়াল আপলোড করুন বা ভর্তি হয়ে ক্লাস নিন
  • কোথায় করবেন? বাংলাদেশে TutorSheba, iTutor ইত্যাদি প্ল্যাটফর্ম আছে যেখানে অনলাইনে শিক্ষক প্রয়োজন। বিদেশি প্ল্যাটফর্ম যেমন Preply, Chegg Tutors-এও কাজ করে। নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেল খুলে সরাসরি শিক্ষদান করলেও চলে

. ছবি ভিডিও বিক্রি (স্টক ফটোগ্রাফি/ফুটেজ)

আপনার তোলা ছবি বা ভিডিও গুলো বিভিন্ন স্টক সাইটে আপলোড করে আয় করতে পারেন। একবার বিক্রি হলে আপনার পুরানো কাজ আবার-বার বিক্রি হয়, তাই প্যাসিভ ইনকাম হয়

  • কেন করবেন? ফটোগ্রাফি বা ভিডিয়োগ্রাফি শখ হলে নিজের ছবি আর ভিডিও দিয়ে রয়ে থেকে ক্রমাগত উপার্জন করা যায়
  • কিভাবে শুরু করবেন? প্রথমে Shutterstock, iStock, Adobe Stock, Dreamstime, Pond5 ইত্যাদিতে রেজিস্ট্রেশন করে ছবি/ভিডিও আপলোড করুন। ভালো লাইটিং কম্পোজিশনের ছবিতে ক্রেতা বেশি আকৃষ্ট হয়
  • কোথায় করবেন? জনপ্রিয় স্টক সাইটগুলোতে: Shutterstock, Adobe Stock, iStockphoto, Alamy ইত্যাদিতে ছবি বিক্রয় করা যায়। উদাহরণস্বরূপ, একজন স্টক ফটোগ্রাফার প্রতিটি ছবি থেকে গড়ে $২০–$৭০০ পর্যন্ত আয় করতে পারে। যত বেশি ডাউনলোড হবে, তত বেশি ইয়ার্নিং বাড়ে

১০. ভয়েস ওভার আর্টিস্ট

ভয়েস ওভার মানে জিজ্ঞাসিত ব্যক্তির জন্য কণ্ঠ দিয়ে ভিডিও, অ্যানিমেশন, অডিও বুক বা বিজ্ঞাপনের জন্য কাজ করা। এটি ক্রমবর্ধমান চাহিদার একটি ক্ষেত্র

  • কেন করবেন? আজকাল প্রচুর অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি হয়, তাই কণ্ঠ শিল্পীর চাহিদা আছে। উন্নত কণ্ঠ ভাষার জ্ঞান থাকলে ভালো অর্থ আয় করা যায়
  • কিভাবে শুরু করবেন? ভালো মাইক্রোফোন রেকর্ডিং সফটওয়্যারের ব্যবস্থা করুন। Voices.com, Fiverr, Upwork- নিজের সেবা অফার করুন। নিজের কিছু ডেমো রেকর্ড করে প্ল্যাটফর্মে আপলোড রাখুন। ক্লায়েন্ট আপনাকে অডিশন দিতে বললে সেটি সাবমিট করুন
  • কোথায় করবেন? আন্তর্জাতিক Voices.com, Voice123 ইত্যাদি সাইটের পাশাপাশি ফ্রিল্যান্সিং সাইটেও সুযোগ আছে। গুগল তালিকাভুক্ত ZipRecruiter অনুযায়ী একজন ভয়েস-ওভার আর্টিস্টের গড় বাৎসরিক বেতন প্রায় $৭৬,৩০০, যদিও ব্যক্তিভেদে আয় অনেক বেশি হতে পারে। প্রথমে ছোট প্রজেক্ট নিয়ে অভিজ্ঞতা নিন, অভিজ্ঞতার সঙ্গে রেট বাড়াতে পারেন

Follow Talukdar Academy Page Join Telegram Channel Join WhatsApp Channel Join Talukdar Academy Group Join SSC Exam Batch Group Class 9 Facebook Study Group Class 8 Facebook Study Group Class 7 Facebook Study Group Class 6 Facebook Study Group

Post a Comment